অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জামুড়িয়া: প্রায়ই শোনা যায় কোথাও কর্মসংস্থানের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে, কিন্তু আজ এক অন্য ছবি দেখা গেল জামুড়িয়ার পড়াশিয়া কোলিয়ারিতে।
এখানে দেখা যায় কাজ শুরু করার দাবিতে পড়াশিয়া কোলিয়ারি উৎপাদন বন্ধ না করে বিক্ষোভ দেখাতে থাকে পড়াশিয়া অঞ্চলবাসী। জমিদাতা এবং পড়াশিয়া গ্রাম কমিটির মুখ্য পরামর্শদাতা নয়ন গোপ জানান, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তাঁরা খোলা মুখ খনির কাজ শুরু করার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন, তারপর থেকে খনির কাজ চালু ছিল।
কিন্তু হঠাৎ খোলা মুখ খনির কাজ দীর্ঘ ১০ দিন ধরে বন্ধ করে দেয় একটি পরিবার-সহ কিছু সমাজবিরোধী, এমনটাই অভিযোগ করেন নয়ন গোপ।
তিনি জানান, এলাকাবাসী কোলিয়ারির উৎপাদন বন্ধ রেখে খোলা মুখ খনির কাজ শুরু করার জন্য বিক্ষোভ দেখাতে থাকে পড়াশিয়া গ্রাম, কুলডাঙা গ্রাম, পড়াশিয়া ঘোষপুকুর,পড়াশিয়া আদিবাসী এলাকার মানুষ।
এলাকাবাসী যদি খোলা মুখ খনির কাজ শুরু করার দাবিতে বার বার বিক্ষোভ প্রদর্শন করেন তাহলে ইসিএল ম্যানেজমেন্ট কি ভূমিকা পালন করছে ? ম্যানেজমেন্ট কি তাহলে দালালদের কথামতো কাজ করছে ?
নয়ন গোপ জানান, যেখানে খোলা মুখ খনি শুরু হয়েছে সেখানে মাটির নিচে প্রায় ৩৫.৬২ মিলিয়ন কয়লা মজুত রয়েছে। তা সত্বেও কর্তৃপক্ষ ওই খোলা মুখ খনির কাজ বন্ধ রেখেছে কি কারণে? তাহলে কি দালালের আঙুলের ইশারাতেই চলছেন ম্যানেজমেন্ট এবং খোলা মুখ খনির কাজ? এই প্রশ্নের মুখোমুখি হয়ে কাজ শুরু রাখার দাবিতে তাঁরা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন।
ঘটনার জন্য পড়াশিয়া কোলিয়ারীতে মোতায়েন করা হয় ইসিএল এর নিরাপত্তারক্ষী এবং জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাড়ির পুলিশ। তবে এই ব্যাপারে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই বিক্ষোভ প্রদর্শনে নেতৃত্ব দেন জমিদাতা এবং পড়াশিয়া গ্রাম কমিটির মুখ্য পরামর্শদাতা নয়ন গোপ। বিক্ষোভে সামিল হয় প্রবীর মণ্ডল,অমর মণ্ডল, বরুন বারণ পাল , রবি হাঁসদা , নির্মল বাউরী , আকাশ বাউরী, জিতেন বাউরী, বিকি বাউরী , এই ছাড়াও গোয়ালা সমাজ, বাউরী সমাজ এবং আদিবাসী সমাজের কর্মীরা।
Be First to Comment