অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: ভোট মিটতেই সাধারণ মানুষকে বড়সড় ধাক্কা দিল দুধ প্রস্তুতকারক কোম্পানি আমুল। সংস্থার দুধের দাম আবারও বাড়ল। এই দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। সোমবার থেকেই নতুন দাম প্রযোজ্য হয়েছে বলে জানানো হয়েছে।
গুজরাত মিল্ক মার্কেটিং কর্পোরেশন জানিয়েছে, আমুল দুধের ফ্রেস পাউচ প্যাকে লিটার প্রতি ২ টাকা বৃদ্ধি করা হয়েছে। সারা দেশেই ৩ জুন অর্থাৎ সোমবার থেকে এই দাম কার্যকর। দুধের দাম বাড়ানোর কারণ হিসাবে সংস্থার তরফে আরও বলা হয়েছ, মূলত দুধ প্রস্তুতিকরণ ও সরবরাহের কারণেই এই দাম বৃদ্ধি করতে হয়েছে। গত এক বছরে কর্পোরেশন দুধ সরবারহকারীদেরও দুধের জন্য ৬-৮ শতাংশ বেশি টাকা দিচ্ছে।
আমুলের ঘোষণা অনুযায়ী, আজ (৩ জুন, ২০২৪) থেকে আমূলের ৫০০ মিলিলিটারের মহিষের দুধ, আমূল গোল্ড এবং আমূল শক্তির দাম হবে যথাক্রমে ৩৬ টাকা, ৩৩ টাকা এবং ৩০ টাকা। শেষ বার আমূলের দুধের দাম বৃদ্ধি পেয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে।

একটি বিবৃতিতে আমুল জানিয়েছে, ‘এটি লক্ষণীয় যে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে, আমুল প্রধান বাজারগুলিতে তাজা পাউচ দুধের দাম বাড়ায়নি।’ সংস্থা বলছে, গড় খাদ্য মুদ্রাস্ফীতির সঙ্গে তুলনা করলে দেখা যাবে, এই লিটার প্রতি ২ টাকা বৃদ্ধি সর্বোচ্চ পাইকারী মূল্যের ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি।



Be First to Comment