অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, সালানপুর : লোকসভা নির্বাচনের আগে শ্রমিকদের ক্ষোভ প্রকাশ্যে আসছে । অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, ব্লকের দেন্দুয়া অঞ্চলে অবস্থিত মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন ঠিকা শ্রমিকরা ।
তাদের দাবি, কারখানা কর্তৃপক্ষ ঠিকা শ্রমিকদের দিনের পর দিন শোষণ করে চলেছে। ৮ ঘণ্টার বদলে তাদের ১২ ঘণ্টা কাজ করানো হচ্ছে। আর সেই কাজের ন্যায্য বেতন তাদের দেওয়া হচ্ছে না। বিক্ষোভকারীদের দাবি, কারখানার স্থায়ী শ্রমিকের মত ঠিকা শ্রমিকদেরও সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে।
ঠিকা শ্রমিকদের বক্তব্য, ব্রিটিশ আমলের মতো এই কারখানা কর্তৃপক্ষ তাদের উপর শোষণ নীতি চালাচ্ছে । কোনো শ্রমিক ভুল করে মোবাইল ফোন নিয়ে ডিউটিতে আসে, তা হলে সেই শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহার করা হয় গেটে প্রবেশের সময় এবং জরিমানা হিসাবে বেতন থেকে এক হাজার কেটে নেওয়া হয়।

শুধু তাই নয়, মাসে দুই দিন ডিউটিতে আসতে না পারলে সেই শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। এমনকি পিএফ ও গ্রাচুইটি সমস্ত ঠিকা শ্রমিককে দেওয়া হয় না।
এছাড়া তাদের দাবি, এই কারখানায় স্থানীয় বেকারদের নিয়োগ করতে হবে। এখন মাত্র ১৫ শতাংশ শ্রমিক রয়েছে স্থানীয়, আর বাকি শ্রমিক বহিরাগত। বাইরের থেকে কম বেতন দিয়ে শ্রমিক নিয়োগ করা হয়েছে ।
এই সমস্ত দাবি নিয়ে আজ বিক্ষোভ দেখায় অস্থায়ী শ্রমিকরা। তাদের বক্তব্য, যতক্ষণ না তাদের সমস্ত দাবি মানা হচ্ছে তাদের আন্দোলন চলতেই থাকবে ।
এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ জানান, স্থানীয় শ্রমিকদের দিয়েই কারখানা চালানো হয়। আর শ্রমিকদের ১২ঘন্টার কাজের বিষয়টা সব শ্রমিক ইউনিয়ন জানে।সবার সঙ্গে বসেই এই নিয়ম করা হয়েছে । ইউনিয়ন-এর সঙ্গে বসে এই সময়সীমা নির্ধারিত করা হয়েছে ।
কারখানা কর্তৃপক্ষের বক্তব্য, প্রতিবারই সালানপুর ও সবনপুর, দুই গ্রামের মানুষ এসে ঝামেলা সৃষ্টি করে। সিকিউরিটি গার্ড ও এক আধিকারিককে মারধর করে।এই নিয়ে লিখিত অভিযোগ করাও হয়েছে সালানপুর থানায়। অবশ্য প্রশাসন তাদের সহযোগিতা করেনা ।এমন ভাবে বিক্ষোভ চললে কারখানা চালানো অসম্ভব ।
এদিকে বিক্ষোভের খবর পেয়ে কারখানা গেটের সামনে আসেন সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী ও ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং স্থানীয় নেতৃত্বরা।
তারা বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগগুলি শোনেন এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন ।




Be First to Comment