কোলফিল্ড টাইমস: রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে জোরকদমে। আর সেই ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ায় উঠে এল এক বড় পরিসংখ্যান। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৫৫ লক্ষ নাম বাদ পড়তে পারে।
কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত পাওয়া হিসাব বলছে—প্রায় ৫৪ লক্ষ ৫৯ হাজার ৫৪১ জন ভোটারের নাম বাতিলের তালিকায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশটি মৃত ভোটারদের। কমিশনের সমীক্ষায় দেখা গেছে, প্রায় ২৩ লক্ষ ৭১ হাজার ২৩৯ জন ভোটার মারা গিয়েছেন। বাকিদের মধ্যে অনেকে স্থানান্তরিত হয়েছেন, কারও খোঁজ মিলছে না, আবার অনেকের নাম ‘ভুয়ো’ বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গত ৪ নভেম্বর থেকে রাজ্যে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহের (এনুমারেশন) কাজ শুরু হয়েছে। বিএলও-রা (BLO) সরাসরি ভোটারদের বাড়ি গিয়ে এই তথ্য যাচাই করছেন। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম জমা দেওয়া ও আপলোডের কাজ চলবে। কমিশন জানিয়েছে, বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। সমস্ত এনুমারেশন ফর্ম জমা পড়ার পর এবং খসড়া তালিকা প্রকাশিত হলেই বোঝা যাবে, ২০২৫ সালের ২৭ অক্টোবরের তালিকা থেকে ঠিক কত নাম চূড়ান্তভাবে বাদ পড়ল। তবে প্রাথমিক যা প্রবণতা, তাতে বাদ পড়া নামের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, প্রশাসনিক স্তরেও রদবদল এনেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে দুজন নতুন যুগ্ম সিইও (Joint CEO) বা যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করা হয়েছে। হাওড়া পুরসভার প্রাক্তন কমিশনার বন্দনা পোখরিয়াল এবং হাওড়ার প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক দিব্যা মুরুগেশনকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।










