মালদহের জনসভা থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তুললেন, তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন এই কাজ শুরু করেছে, আর এর নেপথ্যে চক্রান্ত রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর কথায়, ‘‘এসআইআর করেছেন অমিত শাহ। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না।’’
সংসর্গে থাকা আতঙ্ক ছড়িয়ে পড়ায় রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা বলেন, “কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কারও নাম বাদ যাবে না। ভয় পাবেন না।’’
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন সামনে। তবে মমতার দাবি, তিনি ভোট চাইতে মালদহে আসেননি। মানুষের দুশ্চিন্তা দূর করতেই এসেছেন। মুখ্যমন্ত্রী বলেন,
‘‘আমি ভোট চাইতে আসিনি। আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। নিশ্চিন্তে থাকুন, ভীত হবেন না।’’
সভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প—লক্ষ্মীর ভান্ডার, কৃষকবন্ধু, ছাত্র-যুবদের জন্য উদ্যোগ—এসব নিয়েও কথা বলেন তিনি। তাঁর আশ্বাস, ‘‘আজীবন লক্ষ্মীর ভান্ডার থাকবে।’’
এ দিন মমতা মানুষকে এসআইআর ফর্ম পূরণ করারও আবেদন জানান। তিনি বলেন, “এসআইআরে ফর্ম পূরণ করুন। নয়তো আপনাদের নাম কেটে দেবে। পরিযায়ী শ্রমিকদেরও বলছি ফর্ম পূরণ করতে।’’
মালদহের সভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তৃতায় স্পষ্ট—এসআইআর ইস্যুতে কেন্দ্র ও কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করাই ছিল মমতার মূল লক্ষ্য।










