Home / খবর / রাজ্য / প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার রায় আজ, চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ডিভিশন বেঞ্চ

প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার রায় আজ, চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ডিভিশন বেঞ্চ

রাজ্যের বহুচর্চিত প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় ঘোষণা হবে আজ, বুধবার। দুপুর ২টোয় কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ রায় জানাবেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রায় ৪২,৫০০ শিক্ষক নিয়োগ হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ ওঠে। ২০২৩ সালের ১২ মে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন যে, প্রশিক্ষণহীন ৩২ হাজার শিক্ষকের নিয়োগ অবৈধ। তাঁর নির্দেশে চাকরি বাতিল হলেও তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা বলা হয়।

গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে যায়। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। তবে একই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও বজায় রাখে। এরপর রাজ্য, পর্ষদ এবং চাকরিহারা একাংশ মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টে যায়। শীর্ষ আদালত নির্দেশ দেয়, সব পক্ষের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ নতুন সিদ্ধান্ত নেবে।

পরে বিচারপতি চক্রবর্তী ও বিচারপতি মিত্রের বেঞ্চে মামলার শুনানি চলে এবং ১২ নভেম্বর শুনানি শেষ হয়। রায়দানের জন্য আজকের দিন ঠিক করা হয়েছে।

মামলাকারী পক্ষের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে এবং নিয়ম মানা হয়নি। অন্য দিকে, রাজ্য এবং পর্ষদের দাবি—দুর্নীতির প্রমাণ নেই, শুধু কয়েকটি ক্ষেত্রে সামান্য অনিয়ম হয়েছিল, যা পরে সংশোধন করা হয়েছে।

আজকের রায় কী হতে চলেছে, তা নিয়ে চরম উৎকণ্ঠায় চাকরিপ্রার্থী, শিক্ষক সংগঠন এবং প্রশাসন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *