Home / খবর / রাজ্য / এসআইআর-আতঙ্কে মৃত ও অসুস্থদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

এসআইআর-আতঙ্কে মৃত ও অসুস্থদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে ‘এসআইআর আতঙ্কে’ মৃত এবং আত্মহত্যা করা ব্যক্তিদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানালেন, আতঙ্কে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরাও সরকারি সাহায্য পাবেন।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ‘এসআইআর আতঙ্কে’ মোট ৩৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের প্রত্যেকের পরিবার দু’লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পাবে। এ ছাড়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন ১৩ জন রয়েছেন, যাঁদের মধ্যে তিন জন বুথস্তরের আধিকারিক (বিএলও)ও আছেন। প্রত্যেককে ১ লক্ষ টাকা করে সাহায্য দেবে সরকার।

প্রসঙ্গত, ‘কাজের চাপে’ রাজ্যে চার জন বিএলও-র মৃত্যুর অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী জানান, এঁদের মধ্যে দু’জনের পরিবার ইতিমধ্যেই দু’লক্ষ টাকা করে অর্থসাহায্য পেয়েছেন।

উল্লেখ্য, রাজ্যে ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। প্রথম দিনেই উত্তর ২৪ পরগনার খড়দহের বাসিন্দা প্রদীপ কর আত্মহত্যা করেন। গণনাপত্র পূরণ ও জমা দেওয়ার সময়কালে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, মৃতদের প্রায় অর্ধেক আত্মহত্যা করেছেন। বাকিরা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বা ব্রেন স্ট্রোকে মারা গিয়েছেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *