Home / খবর / জেলায় জেলায় / মঙ্গলবার থেকে সুন্দরবনে শুরু হল বাঘ সুমারির কাজ, বসানো হচ্ছে ১৬০টি ক্যামেরা

মঙ্গলবার থেকে সুন্দরবনে শুরু হল বাঘ সুমারির কাজ, বসানো হচ্ছে ১৬০টি ক্যামেরা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : মঙ্গলবার থেকে শুরু হল বাঘ সুমারির কাজ। সুন্দরবনের তিনটি রেঞ্জ মিলিয়ে ১৬০টি ক্যামেরা বসানো হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের অধীনে এই গণনা শুরু হচ্ছে।

সর্বমোট ১৬০ জোড়া ক্যামেরা বসানো হবে। ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ক্যামেরা বসানোর কাজ চলবে। মাতলা রেঞ্জ ২০ জোড়া,রায়দীঘি রেঞ্জ ৭০ জোড়া রামগঙ্গা রেঞ্জ ৭০ জোড়া। ক্যামেরাগুলি প্রায় ৪৫ দিন পরে খুলে নেওয়া হবে। তারপর সেই ক্যামেরার ছবিগুলো বিশ্লেষণ করার পর সুন্দরবনের কত বাঘ বেড়েছে তা প্রকাশ করা হবে।

সংখ্যার দিক দিয়ে সর্বশেষ সর্ব ভারতীয় ব্যাঘ্র সুমারিতে (অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশান) সুন্দরবনে বাঘেদের সংখ্যা ছিল ১০১ টি। এরপর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের মত বাঘ গণনা করে প্রতিবছর নভেম্বর ডিসেম্বর মাসে। সেই সুমারিতে বাঘের সংখ্যা আরও বেশ খানিকটাই বেড়েছে বলে দাবি বন কর্তাদের।

২০২১-২২ সালে হয়েছিল সর্বশেষ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশান।সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে।সর্বশেষ সর্বভারতীয় বাঘ সুমারিতে পেশ করা রিপোর্টে সুন্দরবনে বাঘের সংখ্যা ১০১। তবে প্রতি চার বছর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের উদ্যোগে জঙ্গলে ক্যামেরা বসিয়ে বাঘ গণনা করে। অন্তত ১০ থেকে ১২ টি বাঘ বেড়েছে সুন্দরবনে বলে অনুমান।

মূলত জঙ্গলের বিভিন্ন প্রান্তে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘেদের ছবি তোলা হয়। নির্দিষ্ট সময় পর সেই ক্যামেরা খুলে নেওয়া হয়। ক্যামেরায় ওঠা বাঘেদের ছবি বিশ্লেষণ করে পাওয়া তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। ঠিক একই পদ্ধতিতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পও নিজেদের মত করে তাঁদের এলাকায় বাঘেদের পরিসংখ্যান নিয়ে থাকে।গত দু তিন বছর ধরে ক্যামেরা ট্র্যাপিংয়ে জঙ্গলে প্রচুর ব্যাঘ্র শাবক দেখা গিয়েছে।

২০২১-২২ সালে যে শাবকের ছবি মিলেছিল সেগুলি এখন বড় হয়েছে। এমনকি পরের বছর গুলিতেও একই ভাবে শাবকদের ছবি ধরা পড়েছে ক্যামেরায়।শেষ সর্ব ভারতীয় ব্যাঘ্র সুমারিতে পাওয়া সুন্দরবনে বাঘেদের সংখ্যার তুলনায় আরও কিছু বাঘ বেড়েছে সুন্দরবনে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *