ছবি: বুবাই শীল
অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: রাস্তা খুঁড়ে বসানো হয়েছে হিউম পাইপ। এর জেরেই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠল শহরের বেগুনটারি থেকে নেতাজিপাড়া গামী গুরুত্বপূর্ণ রাস্তা। পরিস্থিতি সামলাতে আসরে নামলেন ট্রাফিক পুলিশের আধিকারিক ও কর্মীরা। পুলিশের এহেন কাজ দেখে ধন্যবাদ জানালেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে গুরুত্বপূর্ণ ওই রাস্তায়, গৌড়ীয় মঠ সংলগ্ন এলাকায় রাস্তা খুঁড়ে জলের পাইপ লাইন বসানো হয়। রাতে ওই গর্ত সে ভাবে বোজানো হয়নি৷ এর জেরে সকাল থেকেই যান চলাচলে সমস্যা দেখা যায়। যানজটেরও সৃষ্টি হয় রাস্তার ভাঙা অংশের কারণে।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “কয়েকটি টোটো ও স্কুটি ওই অংশ দিয়ে যেতে গিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছে।”
বেলা বাড়তেই পরিস্থিতি সামাল দিতে আসরে নামে ট্রাফিক পুলিশ। মরণফাঁদ বোজাতে বেলচা, কোদাল হাতে নিয়ে রাস্তার ওই অংশে মাটি ফেলে সমান করতে দেখা যায় পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের। পুলিশের এই উদ্যোগের ফলে যান চলাচল স্বাভাবিক হওয়ায় আপাত স্বস্তি পান সবাই।
জনৈক স্থানীয় বাসিন্দা বলেন, “পুলিশ যে এ ভাবে কাজ করবে তা ভাবতে পারিনি। ওনারা খুব ভালো কাজ করেছেন।” ঘটনাস্থলে থাকা ট্রাফিক ওসি রবীন্দ্রনাথ বর্মণ বলেন, “পরিস্থিতি খুব খারাপ ছিল। মাটি ফেলে রাস্তাটিকে অস্থায়ী ভাবে চলাচলের যোগ্য করে দেওয়া হল।”

রবীন্দ্রনাথ বর্মণ, ওসি, সদর ট্রাফিক
স্থানীয় সুদীপ সরকার বলেন, “রাতে জেসিবি দিয়ে রাস্তা খুঁড়ে পাইপ বসানো হয়েছে। সকাল থেকেই যানজট। দু’এক মহিলা স্কুটি নিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পুলিশ ভালো কাজ করেছে। দ্রুত রাস্তার ওই অংশের সংস্কার হোক, এটাই চাই।”










