Home / খবর / জেলায় জেলায় / পানীয় জলের দাবি, অগ্নিমিত্রা পালের নেতৃত্ব রানিগঞ্জে বিডিও অফিসে বিক্ষোভ, রাস্তা অবরোধ

পানীয় জলের দাবি, অগ্নিমিত্রা পালের নেতৃত্ব রানিগঞ্জে বিডিও অফিসে বিক্ষোভ, রাস্তা অবরোধ

রানিগঞ্জ : আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সোমবার সকালে রানিগঞ্জে বিডিও অফিসের ঠিক সামনে বাইপাস রোড অবরোধ করে পানীয় জল সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবি জানান।

অবৈধ বালি উত্তোলনের কারণে দামোদর নদীর কালাঝরিয়া পাম্পিং স্টেশন কয়েক মাস আগে ভেঙে পড়ে। তারজন্য শত শত বাসিন্দা দুর্ভোগের শিকার হচ্ছেন। তবুও তৃণমূল সরকার এটি মেরামতের জন্য কোনও পদক্ষেপ নেয়নি বলে দাবি বিজেপি বিধায়কের। খালি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পানীয়জলের সংকটের কারণে মানুষজনকে ভোগান্তিতে পড়েছেন। বিজেপি বিধায়কের সঙ্গে রয়েছেন এলাকার বাসিন্দা ও বিজেপির নেতা এবং কর্মীরা। এই অবরোধ বিক্ষোভের কারণে ৬০ নং জাতীয় সড়কের দুদিকে যানজট তৈরী হয়েছে।

দাবির মধ্যে রয়েছে, কালা ঝরিয়া পাম্পিং স্টেশনের অবিলম্বে মেরামত, সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকার জন্য নিয়মিত ও স্বাভাবিক পানীয় জল সরবরাহ করা ও তৃণমূলের অপশাসন ও অবহেলার অবসান করা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *