কসবার একটি হোটেল থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে মৃত যুবকের দুই সঙ্গী ধ্রুব মিত্র ও কমল সাহাকে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে আদর্শকে।
শনিবার কসবার ওই হোটেল থেকে মৃতদেহ উদ্ধার হয় আদর্শ লোসাল্কারের। বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা, পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ কর্মসূত্রে কলকাতায় থাকতেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত তরুণী ও এক যুবকের সঙ্গে হোটেলে ওঠেন তিনি। পরদিন ভোরে ওই দুই সঙ্গী হোটেল ছেড়ে চলে যান।
তদন্তে পুলিশ জানতে পারে, আদর্শ নিজের মোবাইল ব্যবহার করে হোটেলের চারতলার দুটি ঘর বুক করেছিলেন। একটি ঘরে তিনি একা ওঠেন। অন্য ঘরে ওঠেন তাঁর দুই সঙ্গী—ধ্রুব ও কমল। পরে তরুণী আদর্শের ঘরে যান এবং কিছুক্ষণ পর সেখানে যোগ দেন ধৃত যুবক ধ্রুব।
পুলিশ সূত্রে খবর, টাকা নিয়ে আদর্শের সঙ্গে তরুণীর বচসা বাধে। এরপর কমল পাশের ঘর থেকে ধ্রুবকে ডেকে আনেন। তিনজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। দেহ উদ্ধার হওয়ার সময় আদর্শের পা বাঁধা অবস্থায় ছিল। জেরা করে ধৃতরা দাবি করেছে, মেঝেতে পড়ে যাওয়ার পর আদর্শের নাক-মুখ দিয়ে রক্ত বেরোতে দেখে তারা সটান হোটেল ছেড়ে পালিয়ে যায়। পা বাঁধার ব্যাখ্যায় তাদের দাবি, যাতে আদর্শ উঠে আবার আক্রমণ করতে না পারে, সেই জন্যই পা বেঁধে রাখা হয়েছিল। তাদের এই দাবি খতিয়ে দেখছে পুলিশ।
হোটেলঘর থেকে উদ্ধার হয়েছে অব্যবহৃত কন্ডোম। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধেই মৃত্যু হয়েছে আদর্শের। পাশাপাশি তিনি মদ্যপান করেছিলেন বলেও উল্লেখ রয়েছে রিপোর্টে।










