দিঘা জগন্নাথ মন্দির। নিজস্ব ছবি
এমনিতে সারা বছরই ভিড় জমে দিঘায়। কিন্তু গত কয়েক মাসে সেই ভিড় বেড়েছে কয়েকগুণ। কারণ, জগন্নাথ মন্দির। পর্যটনকেন্দ্র থেকে দিঘা এখন প্রায় তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। মাত্র ছ’মাসে প্রায় ৯০ লক্ষ ভক্ত জগন্নাথদেবের দর্শনে গিয়েছেন বলে দাবি মন্দির কর্তৃপক্ষের।
পুরীর ধাঁচে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু আগের। বিতর্ক, আলোচনার মাঝে চলতি বছরের ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন মন্দিরের। পরদিন থেকেই খুলে যায় দর্শনার্থীদের জন্য। এরপর থেকেই মন্দিরে ভক্তের ঢল। কর্তৃপক্ষের তথ্য বলছে—গত ছ’মাসে প্রতিদিন গড়ে প্রায় ৫০ হাজার ভক্ত দর্শন করেছেন। উৎসবের দিনে সেই সংখ্যা আরও বেড়েছে।
এত বিপুল সমাগমে মন্দিরের দৈনিক আয় কত? জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস জানান—প্রতিদিন প্রণামী বাক্সে জমা পড়ে গড়ে ১ লক্ষ টাকা। অনুদান ও উপহারে আসে আরও ১ লক্ষ টাকা। প্রসাদ বিক্রি থেকে দৈনিক আয় প্রায় ২ লক্ষ। সব মিলিয়ে দিঘার জগন্নাথ মন্দিরের প্রতিদিনের আয় প্রায় ৪ লক্ষ টাকা।
মন্দিরকে কেন্দ্র করে চাঙ্গা হয়েছে দিঘার পর্যটন ব্যবসা। মন্দিরের আশপাশে গড়ে উঠেছে অসংখ্য ছোট দোকান। সেবা, নিরাপত্তা, সাফাই ও হাউসকিপিং মিলিয়ে প্রায় ১৭০ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে। বাড়ছে হোটেল ব্যবসায়ীদের আয়ও।









