Home / খবর / রাজ্য / কর্তব্যরত অবস্থায় দুই মৃত ও এক চিকিৎসাধীন বিএলও-র জন্য ক্ষতিপূরণের সিদ্ধান্ত রাজ্যের

কর্তব্যরত অবস্থায় দুই মৃত ও এক চিকিৎসাধীন বিএলও-র জন্য ক্ষতিপূরণের সিদ্ধান্ত রাজ্যের

সুমন দে: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর কাজে নিয়োজিত অবস্থায় পরপর একাধিক বুথ লেভেল আধিকারিক (বিএলও) ও এসআইআর-এর মৃত্যুতে উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনে। অভিযোগ উঠেছে, অতিরিক্ত কর্মচাপ ও অমানুষিক সময়সূচির মধ্যেই ঘটছে এই মৃত্যু। এর পরিপ্রেক্ষিতে মৃত তিন কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির শান্তিমুনি এক্কা এবং পূর্ব বর্ধমানের নমিতা হাঁসদা— দু’জনেরই এসআইআর-এর কাজে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়। এঁদের প্রত্যেকের পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।

অন্যদিকে, হুগলির কোন্নগরে সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বিএলও তপতী বিশ্বাস। তাঁর পরিবারকে এক লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এই ঘটনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন। চিঠিতে তিনি জানান, অপরিকল্পিত ভাবে শুরু হওয়া বিশেষ নিবিড় সংশোধনীর কাজের জন্য বিএলও-দের উপর অত্যধিক চাপ তৈরি হয়েছে এবং বহু কর্মী মানসিক অবসাদে ভুগছেন। তাই আপাতত এই প্রক্রিয়া স্থগিত রাখার আবেদনও জানান মুখ্যমন্ত্রী।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *