Home / খবর / জেলায় জেলায় / এসআইআরে এনুমেরেশন ফর্ম পূরণ, আসানসোল পুরনিগমের উপজাতি এলাকায় মহকুমাশাসকের উপস্থিতিতে বিশেষ ক্যাম্প

এসআইআরে এনুমেরেশন ফর্ম পূরণ, আসানসোল পুরনিগমের উপজাতি এলাকায় মহকুমাশাসকের উপস্থিতিতে বিশেষ ক্যাম্প

আসানসোল : এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম বিলি বলতে গেলে প্রায় শেষ হয়েছে। বর্তমানে সেই ফর্ম পূরণ হওয়ার পরে তা কালেকশন বা সংগ্রহ করার কাজ করছেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা।

সেই ফর্ম পূরণে বেশ কিছু সমস্যা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে ভাষার ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে শুক্রবার আসানসোল পুরনিগমের অধীনে দাসোপাড়া বীরপাড়া উপজাতি এলাকায় আসানসোল মহকুমাশাসক প্রশাসনের উদ্যোগে করা হয় বিশেষ ক্যাম্প।

সেই ক্যাম্পে সাঁওতালি ভাষা জানেন এমন আধিকারিকদের নিয়ে উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। মহকুমাশাসক সহ অন্য আধিকারিকরা সেই এলাকার সকল মানুষকে তাদের ভাষায় ফর্ম পূরণের প্রতিটি ধাপ ব্যাখ্যা করেন। তাদের কিছু ফর্মও পূরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন বিএলও এবং বিএলএ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *