Home / খবর / জেলায় জেলায় / জাতীয় পতাকা নিয়ে সালানপুরে একতা যাত্রা

জাতীয় পতাকা নিয়ে সালানপুরে একতা যাত্রা

সালানপুর : আসানসোলের সালানপুরে মঙ্গলবার বিকেলে জাতীয় পতাকা হাতে ঢাকঢোল বাজিয়ে বর্নাঢ্য একতা যাত্রার আয়োজন করা হয়।

এই একতা যাত্রা সালানপুরের জেমারি গেট থেকে হিন্দুস্তান কেবলস কারখানা গেট পর্যন্ত যায়। এই একতা যাত্রায় অংশ নেন শতাধিক মহিলা, পুরুষ, সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়ারা। সকলের হাতে ছিল জাতীয় পতাকা। বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র ও ঢাক ঢোল বাজিয়ে এই যাত্রা করা হয়। এই যাত্রার জন্য জেমারি গেট ও ডাবর মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছিল ।

জানা গেছে, এই একতা যাত্রায় অসমের এক মন্ত্রীর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি এই পদযাত্রায় উপস্থিত হতে পারেননি।

উদ্যোক্তাদের তরফে বলা হয়, সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই একতা যাত্রার আয়োজন করা হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *