Home / খবর / রাজ্য / ৬ ডিসেম্বর সংহতি দিবসকে কেন্দ্র করে বড় সমাবেশের প্রস্তুতি তৃণমূলের, একমঞ্চে থাকতে পারেন মমতা-অভিষেক

৬ ডিসেম্বর সংহতি দিবসকে কেন্দ্র করে বড় সমাবেশের প্রস্তুতি তৃণমূলের, একমঞ্চে থাকতে পারেন মমতা-অভিষেক

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এখন চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। এই পরিস্থিতিতে সম্প্রীতি ও সংহতি বজায় রাখতে আরও সতর্ক মোডে শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই কারণেই আসছে ৬ ডিসেম্বর, ‘সংহতি দিবসে’ ধর্মতলার মেয়ো রোডে বৃহত্তর সমাবেশের আয়োজন করছে দল। সূত্রের খবর, এই সমাবেশে উপস্থিত থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটির দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের যুব, ছাত্র ও সংখ্যালঘু সংগঠনগুলিকে।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদার বলেন, “প্রতি বছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালিত হয়। এটি আমাদের সাংবিধানিক অধিকার। বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতে জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিতেই এই দিন পালন করা হয়। এবারও তার অন্যথা হবে না।” দলের ছাত্র, যুব ও সংখ্যালঘু সংগঠন মিলেই আয়োজন করছে এই বছরের অনুষ্ঠান। সূত্রের দাবি, অন্যান্য বছরের তুলনায় এ বছর সংহতি দিবস পালনে তৃণমূল বেশি গুরুত্ব দিচ্ছে।

বর্তমানে রাজ্যে জোরকদমে চলছে এসআইআর প্রক্রিয়া। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এই সময়েই বিজেপির দাবি, বাংলায় অনুপ্রবেশকারীরা বাদ পড়বেন তালিকা থেকে; ছাঁটাই হবে ভুয়ো ভোটার ও আধারের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরাও। বিশেষ করে বাংলাদেশি মুসলিমদের নাগরিকত্ব নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির।

এই আবহে যাতে কোনও রকম উসকানি, সাম্প্রদায়িক অশান্তি বা উত্তেজনা না ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যে আগেই প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। সংহতি দিবসকে সামনে রেখে রাজ্যে সম্প্রীতির বার্তা আরও জোরদার করতেই ৬ ডিসেম্বরের এই সমাবেশ—এমনটাই মত রাজনৈতিক মহলের। ওইদিনের সভায় মমতা-অভিষেকের উপস্থিতির দিকে এখন নজর সকলের।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *