আগামী ১৯ বা ২০ নভেম্বর গঠিত হতে পারে বিহারের নতুন সরকার। একই সঙ্গে সূত্রের খবর, নীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী থাকছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে মন্ত্রিসভার ফর্মুলা ঠিক হয়ে যাওয়ার পর সরকার গঠনের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে।
নতুন এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান বুধবার বা বৃহস্পতিবার হতে পারে। চূড়ান্ত দিনটি নির্ভর করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়সূচির উপর।
এবারের বিহার নির্বাচনে এনডিএ পেয়েছে বিশাল জয়। বিজেপি ৮৯টি আসনে জিতে সবচেয়ে বড় দল হয়েছে। জেডিইউ জিতেছে ৮৫টি আসন। ছোট সহযোগী দলগুলিও— যেমন এলজেপি (আরভি), এইচএএম এবং আরএলএম ভালো ফল করেছে।
আজই শুরু হয়েছে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। ১৮তম বিহার বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। খুব শীঘ্রই নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফলের রিপোর্ট রাজ্যপাল আরিফ মহম্মদ খানের হাতে তুলে দেবে। এরপরেই শেষ হবে নির্বাচন আচরণবিধি।










