বিহারের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। নির্বাচনে এনডিএ-র বড় জয়ের পর জেডিইউ-র একটি এখন-মুছে-ফেলা পোস্ট শুক্রবার এক নতুন বিতর্ক তৈরি করেছে। সেই পোস্টে লেখা ছিল— “অদ্বিতীয় নীতীশ কুমার ছিলেন, আছেন, থাকবেনই বিহারের মুখ্যমন্ত্রী।” পোস্টটি কয়েক মিনিটের মধ্যেই সরিয়ে নেওয়া হয়, এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর জল্পনা।
এদিকে, পটনার বিভিন্ন জায়গায় “২৫ সে ৩০, ফির সে নীতীশ” লেখা পোস্টারও দেখা গেছে।
জল্পনার নেপথ্যে বড় কারণ—এই নির্বাচনে বিজেপির শক্তিশালী ফল। বিজেপি একক বৃহত্তম দল হয়েছে, যদিও নীতীশ কুমারের জেডিইউ-ও প্রত্যাশার তুলনায় ভালো লড়াই করেছে, কিন্তু বিজেপির আসনসংখ্যা ছুঁতে পারেনি। তাই মহারাষ্ট্রের মতো বিজেপি নিজেদের কোনও নেতাকে মুখ্যমন্ত্রী করতে পারে—এমন ধারণা ঘুরছে রাজনৈতিক মহলে। সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরির নাম।
নির্বাচনের আগেই বিজেপি ও জেডিইউ সমান ১০১টি আসনে লড়ে, যা এনডিএ-তে বিজেপির বাড়তি প্রভাবের ইঙ্গিত দেয়। তবুও নীতীশ কুমারের দুই দশকের জনপ্রিয়তা, বিশেষ করে মহিলা ও ইবিসি ভোটে তাঁর দাপট, এনডিএ-র বিপুল জয়ে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
এখন নজর সবই এনডিএ-র পরবর্তী সিদ্ধান্তে—বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নেবেন, সেটাই বড় প্রশ্ন।










