Home / খবর / দেশ / এনডিএ-র বিপুল জয় বিহারে, প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিলেন অমিত শাহ

এনডিএ-র বিপুল জয় বিহারে, প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিলেন অমিত শাহ

বিহারে এনডিএ বিপুল জয়ের দিকে এগোতেই শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রাজ্যের মানুষের প্রতি করা প্রতিশ্রুতি এনডিএ সরকার পূরণ করবে। তিনি বলেন, এই জনমত হল মহিলাদের নিরাপত্তা, সুশাসন ও গরিবদের কল্যাণের পক্ষে। একই সঙ্গে বিহারের মানুষের জ্ঞান, পরিশ্রম ও গণতন্ত্র রক্ষার মনোভাবকে স্যালুট জানান তিনি।

অমিত শাহ বলেন, “বিহারের মানুষ, বিশেষ করে আমাদের মা-বোনেরা যে আশা ও ভরসা রেখে এই জনমত দিয়েছেন, মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার আরও বেশি নিষ্ঠার সঙ্গে তা পূরণ করবে।”

তিনি আরও বলেন, “বিহারের প্রতিটি ভোট মোদী সরকারের সেই নীতির প্রতি আস্থা, যা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দেশের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় কাজ করে। ভোটব্যাঙ্ক রক্ষার জন্য যাঁরা অনুপ্রবেশকারীদের প্রভাবিত করেন, বিহারের মানুষ তাঁদের উপযুক্ত জবাব দিয়েছেন। ভোটার তালিকা পরিশোধন আবশ্যক—এ বার্তাও স্পষ্ট করে দিয়েছেন মানুষ। এর ফলেই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আজ বিহারে শেষ স্থানে।”

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জয় নিশ্চিত করে ফেলেছে। ২৪৩টি আসনের মধ্যে প্রায় ২০০টিতে এগিয়ে রয়েছে জোট। একই সঙ্গে বিজেপি একক বৃহত্তম দলে পরিণত হয়েছে। জনপ্রিয়তা ও নির্বাচনী প্রচারের দিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রভাব আবারও পরিষ্কার।

আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলি নিয়ে গঠিত মহাগঠবন্ধনবিপর্যয়ের মুখে। বিভিন্ন সমীক্ষায় যদিও তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদের সবচেয়ে জনপ্রিয় মুখ দেখানো হয়েছিল, কিন্তু ভোটের লড়াইয়ে তারা ৩৫টির কাছাকাছি আসন পেতেও হিমশিম খাচ্ছে।

বিজেপির ১০১টি আসনের মধ্যে ৯৫টিরও বেশি আসনে এগিয়ে থাকা দেশের রাজনীতিতে তাদের শীর্ষ অবস্থান আরও মজবুত করবে। গত লোকসভা নির্বাচনে জোটসঙ্গীদের ওপর নির্ভরশীল হতে হলেও, বিহারে এই ফলাফল সেই ধাক্কা সামলে দেবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *