Home / খবর / দেশ / বিহারের জয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী, বললেন—‘সুশাসন ও ন্যায়বিচারের জয়’

বিহারের জয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী, বললেন—‘সুশাসন ও ন্যায়বিচারের জয়’

সন্ধ্যে ৬টা নাগাদ ২৪৩ আসনের বিহার বিধানসভায় ২০০-র বেশি আসনে জয়ী অথবা এগিয়ে এনডিএ। নির্বাচনে এনডিএ-র জয় স্পষ্ট হতেই সমাজমাধ্যমে অভিনন্দনবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর বক্তব্য, এই ফলাফল সুশাসন, উন্নয়ন, জনকল্যাণ এবং সামাজিক ন্যায়বিচারের জয়কে প্রতিফলিত করে। বিহারে শাসকজোটের এই সাফল্যকে তিনি ‘ঐতিহাসিক’ ও ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেছেন।

মোদীর কথায়, মানুষের রায় তাঁদের নতুন শক্তি দেবে—বিহারের উন্নতির জন্য আরও দৃঢ় সংকল্পে কাজ করবে এনডিএ। তিনি নীতীশ কুমার, চিরাগ পাসওয়ান, জিতনরাম মাঝি এবং উপেন্দ্র কুশওয়াহাসহ এনডিএ-র সমস্ত শরিক নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া আগামী দিনের উন্নয়ন-রূপরেখার কথা উল্লেখ করে তিনি লেখেন, বিহারের সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং রাজ্যের সংস্কৃতিকে নতুন পরিচিতি দেওয়ার লক্ষ্যেই এগোবে সরকার। তরুণ প্রজন্ম এবং মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নই হবে সরকারের অন্যতম অগ্রাধিকার—এমন প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *