জামুড়িয়া: পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বিধানসভার তপসী পঞ্চায়েতের ২৪৮ নম্বর বুথে একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যা নিয়ে শুরু হয়েছে, রাজনৈতিক বিতর্কও।
জানা গেছে, এসআইআরে ইনুমেরেশন ফর্ম পূরণের নামে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সত্যনারায়ণ রাম সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন। এছাড়াও অনেকের কাছে টাকা দাবি করছেন।
এই খবর ছড়িয়ে পড়তেই জামুড়িয়ায় শাসক দলের অন্দরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা সঙ্গে সঙ্গে সত্যনারায়ণ রামকে ফর্ম পূরণের কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেন। এর পাশাপাশি তিনি যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, টাকা নেওয়ার অভিযোগ উঠার পর থেকেই অভিযুক্ত সত্যনারায়ণ রাম এলাকা ছাড়া। তিনি না কি বিহারে পালিয়ে গিয়েছেন বলে দাবি করেছেন অনেকে।
অভিযোগকারীদের মধ্যে একাধিক মহিলা নাম প্রকাশ না করার শর্তে জানান, সত্যনারায়ণ রাম ফর্ম পূরণের জন্য টাকা দাবি করেছিলেন। ফর্ম পূরণ করে দিয়ে কিছু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে দাবি তাদের।
এই খবরের জেরে তপসি এলাকায় রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সত্যনারায়ণ রামকে তিন বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন বিজেপি সমর্থক। তৃণমূলকে বদনাম করার জন্য তিনি এমন কাজ করছেন।
অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কোনভাবেই বিজেপি সমর্থক নন। তিনি ও তার স্ত্রী দুজনেই তৃণমূলের টিকিটে পঞ্চায়েত সদস্য ছিলেন। তৃণমূলই বলুক, এখন তাদেরকে তারা কোথায় লুকিয়ে রেখেছে।
অন্যদিকে, ব্লক প্রশাসনের তরফে বলা হয়েছে, ঠিক কী হয়েছে, তা খোঁজ নিয়ে কথা দেখা হচ্ছে।










