উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : দীর্ঘ এক বছরের বেশি দিন ধরে বারুইপুরের কল্যাণপুরের একটি আইসিডিএস সেন্টারে খাবার পাচ্ছিলেন না শিশু ও গর্ভবতী মায়েরা। এই নিয়ে দীর্ঘদিন ধরে সরব হয়েছিল স্থানীয় বাসিন্দারা। অবশেষে আইসিডিএস সেন্টারের জ্বলল উনুন। ভাত পেল শিশুরা।
বারুইপুর পূর্ব বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুরে ৩৫ নম্বর আই সিডি এস সেন্টারে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক বছরের বেশি সময় ধরে রান্না হচ্ছিল না। মাসে একবার করে তাদেরকে শিশুদের ও গর্ভবতী মায়েদের চাল ডাল তুলে দেওয়া হতো। আর এ নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এখানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছিল এই চাল ও ডালে পোকা গিজগিজ করতে। আরে এই অভিযোগ পাওয়ার পর সিডিপিওর নেতৃত্বে আইসিডিএস সেন্টারে ভিজিট করে। তারপরে এক বছর পর অবশেষে উনুন জ্বলল ওই সেন্টারে।
স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ এক বছরের ধরে আমরা রান্না করা ভাত পাচ্ছিলাম না এবং বেশির ভাগ সময় খুব বাজে চাল আমাদেরকে দেওয়া হতো। তবে এবার চালু হওয়ায় আমরা অত্যন্ত খুশি।এ প্রসঙ্গে আইসিডিএস সুপারভাইজার জানান এখানে গরম খাবার পাওয়া যেত না সেটা আমার কাছে খবর ছিল না। তবে সিডিপিও স্যারের নির্দেশ পাওয়ার সাথে সাথে তৎপর হওয়ার পর থেকে শিশুরা এবং গর্ভবতী মহিলারা গরম খাবার পাবেন। এবং আগামী দিনে আর বন্ধ হবে না।
তবে কী কারণে বন্ধ হয়েছিল তা পরিষ্কার নয়। আগামী দিন যাতে বন্ধ না হয় সে দিকে নজর রাখা হবে।










