Home / খবর / জেলায় জেলায় / ডিসেম্বরে পর পর দু’দিন পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ সুন্দরবনে

ডিসেম্বরে পর পর দু’দিন পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ সুন্দরবনে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : বাঘ শুমারির কারণে আগামী ১১ ও ১২ ডিসেম্বর দুই দিন পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল সুন্দরবন টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ।

টাইগার রিজার্ভ সূত্রে জানা গিয়েছে, ওই দু’দিন জঙ্গলের ভিতর বাঘ গণনার কাজ চলবে। ট্র্যাপ ক্যামেরা বসানো, বাঘের পায়ের ছাপ সংগ্রহ ও অন্যান্য তথ্য নথিবদ্ধ করার কাজ করবেন বনকর্মীরা। কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে শান্ত পরিবেশ প্রয়োজন হওয়ায় পর্যটন সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে।

বন দফতর জানিয়েছে, ১১ ও ১২ ডিসেম্বর কোনও লঞ্চ বা বোট পর্যটকদের নিয়ে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। ওই দু’দিনের জন্য অনলাইন বুকিংও বন্ধ থাকবে।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিনস বলেন, “বাঘ গণনার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবার মোট ১৪৮৪টি ট্র্যাপ ক্যামেরা বসানো হবে সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে। প্রায় ৪১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের গতিবিধি নজরবন্দি থাকবে।”

একমাসেরও বেশি সময় ধরে চলবে এই শুমারি। শুধু বাঘের সংখ্যা নয়, তাদের খাদ্যের উৎস— যেমন হরিণ, বন্য শুকরসহ অন্যান্য প্রাণীর উপস্থিতিও পর্যবেক্ষণ করা হবে। বন দফতরের দাবি, এবারই প্রথম বাঘের পাশাপাশি তাদের খাদ্যচক্রের পূর্ণাঙ্গ সমীক্ষা করা হচ্ছে।

পর্যটকদের অসুবিধা এড়াতে আগাম নির্দেশিকা জারি করেছেন কর্তৃপক্ষ। তাঁদের পরামর্শ, ১১ ও ১২ ডিসেম্বরের পরিবর্তে অন্য কোনও দিন সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করুন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *