Home / খবর / রাজ্য / এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল, গঠন হল বিশেষ কমিটি

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল, গঠন হল বিশেষ কমিটি

কোলফিল্ড টাইমস: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে রাজ্যজুড়ে উদ্বেগ ও একাধিক মৃত্যুর অভিযোগ ঘিরে নড়েচড়ে বসল তৃণমূল কংগ্রেস। এসআইআর আতঙ্কে প্রাণহানির ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাজপথে মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেকের নির্দেশে গঠন করা হল একটি বিশেষ কমিটি, যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন ও তাঁদের আর্থিক সহায়তা করবেন।

শনিবার এই কমিটির সদস্যরা মোট পাঁচটি স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করবেন। প্রথমেই আগরপাড়ায় প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূল নেতা সামিরুল ইসলাম ও পার্থ ভৌমিক। গত ২৮ অক্টোবর নিজের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সুইসাইড নোটে লেখা ছিল এসআইআর আতঙ্কই তাঁর মৃত্যুর কারণ। ওই ঘটনার পর থেকেই ‘জাস্টিস ফর প্রদীপ কর’ দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।

টিটাগড়ে কাকলি সরকারের মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করবেন শশী পাঁজা ও তৃণাঙ্কুর ভট্টাচার্য। বিকেল চারটে নাগাদ এই সাক্ষাৎ হওয়ার কথা। অন্যদিকে, ডানকুনির নজরুলপল্লিতে মৃত হাসিনা বেগমের পরিবারের সঙ্গে দেখা করবেন চন্দ্রিমা ভট্টাচার্য ও সুদীপ রাহা। হুগলির শেওড়াফুলিতে মৃত মহিলার পরিবারের সঙ্গে দেখা করবেন জয়া দত্ত এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি, উলুবেড়িয়ার খলিসানিতে মৃত যুবক জাহির মালের পরিবারের সঙ্গে দেখা করবেন অরূপ চক্রবর্তী ও অন্যান্য তৃণমূল নেতারা।

তৃণমূলের অভিযোগ, বিজেপি এসআইআরকে হাতিয়ার করে বাংলায় ভয়ের পরিবেশ তৈরি করছে। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। দল স্পষ্ট জানিয়েছে, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, তা হলে রাজ্যজুড়ে আন্দোলন শুরু হবে। প্রয়োজনে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচিও নেওয়া হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *