কোলফিল্ড টাইমস: আসন্ন সংসদীয় শীতকালীন অধিবেশনের সূচি ঘোষণা করল কেন্দ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিতে ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে অধিবেশন চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। শনিবার (৮ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
এক্স-এ পোস্ট করে রিজিজু লেখেন, “সরকারের প্রস্তাবে রাষ্ট্রপতির সম্মতি পাওয়া গেছে। ১ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন, যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। আশা করি, এটি হবে গঠনমূলক ও অর্থবহ অধিবেশন, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে।”
তবে মাত্র ১৯ দিনের অধিবেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী শিবিরের একাংশ। তাঁদের দাবি, ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এটি অন্যতম সংক্ষিপ্ত শীতকালীন অধিবেশন হতে চলেছে।
বিহার বিধানসভা নির্বাচনের পরেই শুরু হচ্ছে এই অধিবেশন। রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর), হরিয়ানা ও মহারাষ্ট্রে ভুয়ো ভোটারের অভিযোগ–সহ একাধিক ইস্যুতে সরব হতে পারে বিরোধীরা।
উল্লেখ্য, সংসদের শেষ অধিবেশন হয়েছিল ২১ জুলাই থেকে ২১ অগস্ট পর্যন্ত। সেই অধিবেশনে মোট ১৫টি বিল পাস হয়। এবারের অধিবেশনে ১২৯তম এবং ১৩০তম সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হতে পারে বলে জানা গিয়েছে। ১৩০তম সংশোধনী বিলে বলা হয়েছে, কোনও মন্ত্রী গুরুতর অভিযোগে ৩০ দিনের বেশি জেলে থাকলে তাঁকে পদত্যাগ করতে হবে। ইতিমধ্যেই এই বিলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিরোধীরা।










