Home / খবর / জেলায় জেলায় / আইফোন না পেয়ে মানসিক অবসাদ! কুলতলিতে আত্মহত্যা নবম শ্রেণির ছাত্রের

আইফোন না পেয়ে মানসিক অবসাদ! কুলতলিতে আত্মহত্যা নবম শ্রেণির ছাত্রের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সানকিজান এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। আত্মহত্যা করল নবম শ্রেণির এক ছাত্র। মৃত ছাত্রের নাম দীপাঞ্জন দাস (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপাঞ্জন নিমপীঠ বিদ্যাভবনের নবম শ্রেণির ছাত্র ছিল। কয়েক মাস আগে তার বাবা ভাস্কর দাস, যিনি পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন, প্রায় ৩২ হাজার টাকা দিয়ে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিলেন ছেলেকে। কিন্তু জন্মদিনে সে আবারও বাবা-মায়ের কাছে আইফোন কিনে দেওয়ার অনুরোধ জানায়। পরিবার আর্থিক কারণে রাজি না হওয়ায় দীপাঞ্জন নাকি মানসিকভাবে ভেঙে পড়ে।

পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরে সে ঠিকমতো খাওয়া-দাওয়া করছিল না এবং নিজের মধ্যে চুপচাপ হয়ে গিয়েছিল। সোমবার বিকেলে দিদার বাড়িতে দীর্ঘক্ষণ দেখা না মেলায় খোঁজ করতে গিয়ে পরিবারের সদস্যরা ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দীপাঞ্জনের দেহ দেখতে পান। দ্রুত তাকে জয়নগর-কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

সোমবার রাতেই কুলতলি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *