Home / খবর / জেলায় জেলায় / কুলটিতে এআই-ছবি বিতর্ক: তৃণমূল কর্মীর স্ত্রীর বন্দুক হাতে ছবি পোস্ট করায় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ

কুলটিতে এআই-ছবি বিতর্ক: তৃণমূল কর্মীর স্ত্রীর বন্দুক হাতে ছবি পোস্ট করায় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ

কুলটি : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বন্দুক হাতে এক মহিলার ছবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোল শিল্পাঞ্চলে। অভিযোগ, ছবিটি কুলটির তৃণমূল কর্মী রাজু খানের স্ত্রীর, যা বিজেপি সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

রাজু খান কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন, প্রতিশোধের বশবর্তী হয়ে জিশান কুরেশি এআই-জেনারেটেড ছবি পোস্ট করে তাঁর পরিবারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। ভাইরাল হওয়া ছবিটি দেখে তাঁর পরিচিতরা নানা প্রশ্ন করছেন, যা মানসিকভাবে চাপে ফেলেছে পুরো পরিবারকে। রাজুর অভিযোগ, এই ঘটনায় তিনি সামাজিকভাবে অপমানিত বোধ করছেন এবং আত্মহত্যার কথাও ভাবছেন।

অন্যদিকে, বিজেপি নেতা জিশান কুরেশি দাবি করেছেন, তিনি কোনও ভুয়ো বা এআই-তৈরি ছবি তৈরি করেননি। তিনি ছবিটি পেয়েছেন এবং প্রশাসনকে তার সত্যতা তদন্তের অনুরোধ করেছেন। জিশান আরও বলেন, “রাজু বা তাঁর স্ত্রীর বদনাম করা আমার উদ্দেশ্য ছিল না। ছবিটি সত্যি না নকল— তা তদন্তেই প্রমাণিত হবে।”

এদিকে, তৃণমূল যুব নেতা অমিত যাদব বলেন, “আমি কুলটির বহু মানুষের সঙ্গে মিশি। কেউ আমার নাম টেনে আনলে তাতে কোনও লাভ হবে না।” তিনি দাবি করেন, ভাইরাল হওয়া ছবিতে যে বন্দুক দেখা যাচ্ছে, তা আসলে একটি খেলনা লাইটার, যা রিল তৈরিতে ব্যবহৃত হয়।

অন্যদিকে, বিজেপি নেতা কেশব পোদ্দার বিষয়টিকে “গুরুতর” বলে মন্তব্য করে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। কুলটি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *