Home / খবর / জেলায় জেলায় / চার মুরগি খেয়ে ঘুম, তারপর বন্দি! জলপাইগুড়িতে মুরগি খামারে ৮ ফুটের অজগর উদ্ধার

চার মুরগি খেয়ে ঘুম, তারপর বন্দি! জলপাইগুড়িতে মুরগি খামারে ৮ ফুটের অজগর উদ্ধার

জলপাইগুড়ি: মুরগি খামারে হানা অজগরের। চারটি মুরগি খেয়ে ঘুমোতেই বিপত্তি। এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের হাতে আটক হল সেই অজগর। বনদপ্তরের হাতে তুলে দেওয়া হল সাপটিকে।

শুক্রবার ঘটনাটি ঘটে। ভোর রাতে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি জিপি-র মহারাজঘাট এলাকার বাসিন্দা গৌতম চক্রবর্তীর মুরগির খামারে ঢুকে পড়ে একটি বার্মিজ পাইথন। সকালে মুরগির খামার খুলতে গিয়ে তিনি দেখেন মাচার নীচে শুয়ে রয়েছে একটি বৃহদাকার অজগর৷ ওই সাপটির পেট ফোলা দেখে মুরগি সাবাড় করার বিষয়টি বুঝতে পাটেন তিনি। গুনে দেখেন চারটি মুরগি কম রয়েছে।

এরপর তিনি ফোন করেন বন দপ্তরে। সে সময়ে হাতির ওপর নজরদারির কাজে ব্যস্ত ছিলেন বনকর্মীরা। পরে ফোন করেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনকে। ওই সংগঠনের কর্ণধার অঙ্কুর দাস, স্বরূপ বসাক ও অজয় ঝা ছুটে যান ওই এলাকায়।

অঙ্কুর বলেন, “উদ্ধার হওয়া বার্মিজ পাইথনটি ৮ ফুট লম্বা। খাবারের সন্ধানেই ওটি এখানে চলে আসে। উদ্ধার হওয়া সাপটিকে বন দপ্তরের গৌরীকোণ বিট অফিসে দেওয়া হয়েছে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *