Home / খবর / দেশ / বিহার নির্বাচনে এনডিএ-র ইশতেহার প্রকাশ, এক কোটি চাকরি, বিনামূল্যে বিদ্যুৎ ও পরিকাঠামো উন্নয়ন প্রতিশ্রুতি

বিহার নির্বাচনে এনডিএ-র ইশতেহার প্রকাশ, এক কোটি চাকরি, বিনামূল্যে বিদ্যুৎ ও পরিকাঠামো উন্নয়ন প্রতিশ্রুতি

কোলফিল্ড টাইমস: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার এনডিএ (NDA) তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। পটনার হোটেল মৌর্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি, জেডিইউ, এলজেপি(আরভি), হাম এবং আরএলএম-সহ এনডিএ জোটের শীর্ষ নেতারা।

বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ধর্মেন্দ্র প্রধান ইশতেহার প্রকাশের সময় উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন জিতন রাম মাঁঝি, চিরাগ পাসওয়ান, উপেন্দ্র কুশওয়াহা ও সম্রাট চৌধুরী।

বিহারের ২৪৩ আসনে ভোট হবে ৬ ও ১১ নভেম্বর, ফল ঘোষণা ১৪ নভেম্বর।

এনডিএ-র নির্বাচনী ইশতেহারের মূল প্রতিশ্রুতি:

  • এক কোটি চাকরি সৃষ্টি
  • কৃষি পরিকাঠামোয় ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ
  • সাতটি নতুন এক্সপ্রেসওয়ে ‘বিহার গতিশক্তি’ প্রকল্পের অধীনে
  • চারটি নতুন শহরে মেট্রো পরিষেবা
  • প্রতিটি শহরে মেগা স্কিল সেন্টার
  • প্রতিটি জেলায় শিল্প স্থাপন ও ১০টি নতুন বিজনেস পার্ক
  • ডিফেন্স করিডর ও সেমিকন্ডাক্টর পার্ক
  • মহিলা রোজগার যোজনার অধীনে মহিলাদের জন্য ২ লক্ষ আর্থিক সহায়তা
  • ১ কোটি মহিলাকে ‘লক্ষ্মী দিদি’ হিসেবে আত্মনির্ভর করা
  • কিষাণ সম্মান নিধি বাড়িয়ে ৯,০০০ টাকা
  • সব ফসলের জন্য এমএসপি গ্যারান্টি
  • প্রশিক্ষণের পর বিহারের যুবকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ
  • অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণির (EBC) জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
  • ইবিসি-দের জন্য বিশেষ কল্যাণ কমিটি গঠন
  • স্কুল পরিকাঠামো উন্নয়নে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ
  • ৩৬০০ কিমি রেললাইন আধুনিকীকরণ
  • প্রতি জেলায় আন্তর্জাতিক মানের মেডিক্যাল কলেজ ও মেডিসিটি
  • প্রতি পরিবারে ১২৫ ইউনিট ফ্রি বিদ্যুৎ
  • পটনা, দরভাঙ্গা, পূর্ণিয়া ও ভাগলপুরে আন্তর্জাতিক বিমানবন্দর
  • গরিব পরিবারের জন্য কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা
  • ৫০ লক্ষ নতুন বাড়ি নির্মাণ
  • বিনামূল্যে রেশন প্রকল্প চালু রাখা
  • প্রতিটি মহকুমায় এসসি ছাত্রদের আবাসিক স্কুল
  • মাছ চাষিদের অনুদান ৪,৫০০ থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা
  • মাতা জানকীর জন্মস্থান উন্নত করে বিশ্বমানের আধ্যাত্মিক শহর ‘সীতাপুরম’ তৈরি
alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *