কোলফিল্ড টাইমস: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে নতুন বিশ্বরেকর্ড গড়ল হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠলেন ভারতের মেয়েরা।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্তু শুরুতেই ক্রান্তি গৌড়ের বলে মাত্র ৫ রানে ফেরেন অধিনায়ক অ্যালিসা হিলি। তারপর এল ধ্বংসযজ্ঞ—ফোবি লিচফিল্ড ও এলিসি পেরির ব্যাটে। দু’জনের দুরন্ত জুটিতে ১৫৫ রান ওঠে। লিচফিল্ড করেন ৯৩ বলে ১১৯, পেরি করেন ৭৭। পরের দিকে গার্ডনার (৬৩) ও গার্থের দাপটে অস্ট্রেলিয়ার স্কোর পৌঁছে যায় ৫০ ওভারে ৩৩৮/৮। ভারতের হয়ে দীপ্তি শর্মা নেন ২ উইকেট, বাকিদের মধ্যে ক্রান্তি, রাধা ও আমনজ্যোত পান একটি করে উইকেট।
৩৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত শুরুতেই হারায় শেফালি ভার্মাকে (১০)। এরপর মন্ধানা (২৪) ও জেমাইমা রদ্রিগেজের জুটি কিছুটা সামাল দিলেও তিনিও ফেরেন ৫৯ রানে দলের স্কোর থাকা অবস্থায়। তখনই মাঠে নামেন অধিনায়ক হরমনপ্রীত, আর বদলে দেন ম্যাচের রং।
জেমাইমা ও হরমনপ্রীতের জুটিতে অজিদের বোলিং ভেসে যায়। দু’জনের মধ্যে গড়ে ওঠে রেকর্ড পার্টনারশিপ—বিশ্বকাপের নকআউট পর্বে ভারতের সর্বোচ্চ জুটি, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনও বিশ্বকাপ ম্যাচে সেরা পার্টনারশিপ। হরমনপ্রীত ৮৯ রানে আউট হলেও (১০টি চার, ২টি ছক্কা), জেমাইমা থামেননি।
জেমাইমার ব্যাটে একের পর এক চমক। দুর্দান্ত শতরান পেরিয়ে পৌঁছে যান ১২৭*-এ। শেষদিকে রিচা ঘোষ (২৬) ও আমনজ্যোত কৌরকে সঙ্গে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে। ভারতের স্কোর ৪৯.২ ওভারে ৩৪১/৫।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৯ রান তাড়া করে জয়—নারী বিশ্বকাপের ইতিহাসে এমন নজির নেই। ম্যাচের সেরা নির্বাচিত হন জেমাইমা রদ্রিগেজ।
এখন ‘উইমেন ইন ব্লু’-দের সামনে শেষ চ্যালেঞ্জ — ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। হরমনপ্রীতদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে, কারণ তারা প্রমাণ করে দিয়েছেন — ভারতীয় নারীদের ক্রিকেটে ‘অসম্ভব’ বলে কিছু নেই।










