Home / খবর / খেলা / শিলং লাজংকে হারিয়ে গোল্ড কাপ জয়, ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার এফসি

শিলং লাজংকে হারিয়ে গোল্ড কাপ জয়, ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার এফসি

নতুন কৃতিত্বের পালক জুড়ল ডায়মন্ড হারবার এফসির মুকুটে। ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যশালী ফুটবল টুর্নামেন্ট গোল্ড কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হল ডায়মন্ড হারবার এফসি। বৃহস্পতিবার অসমের দুলিয়াজন নেহরু ময়দানে ফাইনালে শিলং লাজংকে ২-০ গোলে পরাজিত করল তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে নামে ডায়মন্ড হারবার। মাত্র ৮ মিনিটের মাথায় লিড নেয় তারা। ব্রাইট এনোবাখারের দুরন্ত দৌড়ে বক্সে ঢুকে নেওয়া জোরালো শটে আসে প্রথম গোল। এর কিছুক্ষণের মধ্যেই ফের গোল। বাঁ দিক থেকে রবিলাল মান্ডির নিখুঁত ক্রস ধরে বাঁ-পায়ের ভলিতে বল জালে জড়িয়ে দেন অধিনায়ক জবি জাস্টিন। সেমিফাইনালে জোড়া গোলের পর ফাইনালেও তাঁর নাম উঠল স্কোরশিটে। শেষ দুই ম্যাচে তিনটি গোল করলেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের ১৮ মিনিটের মধ্যেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ডায়মন্ড হারবার এফসি। শিলং লাজং কয়েকটি আক্রমণ সাজালেও গোলপোস্টের সামনে দুর্ভেদ্য ছিলেন গোলকিপার সুস্নাত মালিক। রক্ষণভাগে নরেশ ও মেলরয়ের নেতৃত্বে দৃঢ়তা বজায় রাখে দল।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতি অপরিবর্তিত ছিল। শিলং লাজং সমতা ফেরানোর চেষ্টা করলেও সফল হয়নি। পাল্টা আক্রমণে বারবার চাপ সৃষ্টি করে যায় ডায়মন্ড হারবার। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা দল।

কোচ কিবু বিকুনিয়ার অধীনে গত দুই বছরে দুরন্ত পারফরম্যান্সে একের পর এক সাফল্য পেয়েছে ডায়মন্ড হারবার এফসি। ডুরান্ড কাপেও নজর কেড়েছিল দলটি। কলকাতা ময়দান থেকে শুরু করে জাতীয় পর্যায়ে ধীরে ধীরে নিজেদের নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে তারা। গোল্ড কাপ জয় সেই ধারাকেই আরও দৃঢ় করল।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *