কোলফিল্ড টাইমস: ২০১২ সালের বহুলচর্চিত পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত নাসির খান ফের শ্লীলতাহানির অভিযোগে জড়ালেন। অভিযোগ, রবিবার রাতে কলকাতার এক হোটেলের নৈশ ক্লাবে এক যুবতীর সঙ্গে অশালীন আচরণ ও যৌন হেনস্থা করেছেন নাসির ও তাঁর এক সঙ্গী জুনায়েদ খান।
ঘটনাটি ঘটে ২৬ অক্টোবর রাতে। অভিযোগ অনুযায়ী, ওই দিন স্বামীর সঙ্গে বাইপাসের ধারের একটি হোটেলের নাইটক্লাবে গিয়েছিলেন নির্যাতিতা যুবতী। সেখানে তাঁর প্রতি আপত্তিকর আচরণ করেন নাসির ও জুনায়েদ। পরদিনই বিধাননগর দক্ষিণ থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
তিলজলার বাসিন্দা ওই যুবতী অভিযোগে জানিয়েছেন, অভিযুক্ত নাসিরই সেই ব্যক্তি যিনি একসময় পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, নির্যাতিতার সঙ্গে নাসিরের পূর্বপরিচয় ছিল কি না এবং ঘটনার সময় ঠিক কী ঘটেছিল।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২), ১১৭(২), ১২৬(২), ৩(৫), ৩৫১(২) ও ৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের নোটিস পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটে এক পানশালায় সুজেট জর্ডন নামে এক যুবতীকে গণধর্ষণ করা হয়। রাতে পানশালা থেকে ফেরার সময় বিশ্বাস করে একদল যুবকের গাড়িতে উঠেছিলেন সুজেট। চলন্ত গাড়িতেই তাঁকে ধর্ষণ করা হয়, পরে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় হয়।
তদন্তে নাম আসে নাসির খান, রুমান খান, সুমিত বজাজ, কাদের খান ও আলি-র। ২০১৫ সালে তাঁরা দোষী সাব্যস্ত হন। কাদের ও আলি গ্রেফতার হন ২০১৬ সালে। আট বছর জেল খাটার পর মুক্তি পান নাসির, আর এবার ফের নতুন করে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল।










