জলপাইগুড়ি শহর লাগোয়া রানিনগর থেকে এই প্রথম এক বিরল প্রজাতির সাপ উদ্ধার হল। এই প্রজাতির সাপের বাংলা নাম ফুলচিতি সাপ । এই সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন এক সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
জলপাইগুড়ি শহর থেকে কিছু টা দূরে রানিনগর স্টেশন এলাকার উত্তর কুমোরপাড়ার এক গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার হয় এই সাপটি। উদ্ধার করে গ্রীন জলপাইগুড়ি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের কর্ণধার অঙ্কুর দাস জানান, এই ধরনের সাপ জলপাইগুড়ি থেকে এই প্রথমবার উদ্ধার করলেন তারা। তবে এই ধরনের সাপ কোথা থেকে এল সেটি অবাক করা বিষয়। সাপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।
ফুলচিতি সাপ উদ্ধার করে নিয়ে যাওয়ায় আতঙ্কমুক্ত হলেন ওই পরিবারের সদস্য ও এলাকাবাসীরা। যদিও এই ধরনের সাপ বিষহীন বলে জানান অঙ্কুর। তবে এর আগে এ ধরণের সাপ শহর ও শহর লাগোয়া এলাকা থেকে উদ্ধার হয়নি বলেই দাবি তার। ওই বাড়ির সদস্য বিশ্বনাথ সরকার বলেন, “ঘরের ভেতরে এই সাপ দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এখন হাঁপ ছেড়ে বাঁচলাম।”










