কোলফিল্ড টাইমস: অস্ট্রেলিয়ার মাটিতে ফের জ্বলজ্বল করল রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাট। দুই তারকার অনবদ্য ইনিংসেই সিডনির তৃতীয় ওয়ানডেতে অজিদের হারিয়ে সিরিজে সান্ত্বনার জয় পেল টিম ইন্ডিয়া।
এই ম্যাচের গুরুত্ব ছিল একটাই— হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। কিন্তু রোহিত ও বিরাটের কাছে এর অর্থ ছিল আরও গভীর। সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তাঁদের ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সব প্রশ্নের যোগ্য জবাব দিলেন দুই মহারথী। আগের ম্যাচে ৭৩ রানের পর এ দিন রোহিত ফিরলেন স্বাভাবিক ছন্দে। আর রানহীন বিরাট কোহলি খেললেন ধৈর্য ও সৌন্দর্যে ভরা ইনিংস।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া অল আউট হয় ২৩৬ রানে। কোচ গৌতম গম্ভীরের ভরসা রাখা হর্ষিত রানা তুলে নেন ৪ উইকেট। ট্র্যাভিস হেড ও মিচেল মার্শের শুরুটা ভালো হলেও সিরাজ, অক্ষর, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপের নিখুঁত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।
২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত–গিল জুটি দেয় ৬৯ রানের ওপেনিং পার্টনারশিপ। গিল আউট হলে কোহলি নামেন আত্মবিশ্বাস নিয়ে। এরপর শুরু হয় রোহিত–বিরাটের ব্যাটিং ম্যাজিক। দু’জনেই মেপে খেলেন, কিন্তু দারুণ স্ট্রোকে সাজান ইনিংস। রোহিত করেন কেরিয়ারের ৩৩তম শতরান, আর কোহলি থাকেন অপরাজিত ৭৪ রানে। তাঁদের জুটিতে ভারত সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
দুই মহারথীর এদিন ছিল ১৯তম শতরান পার্টনারশিপ— যা ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। তাঁদের ইনিংস দেখে মনে হল, ব্যাটিংয়ের শিল্প এখনও তাঁদের হাতেই সবচেয়ে নিখুঁত। রোহিত–বিরাটের ব্যাটে স্পষ্ট বার্তা— তাঁদের ক্রিকেট শেষ হয়নি, সেরা সময় হয়তো এখনও বাকি।










