Home / খবর / জেলায় জেলায় / নরেন্দ্রপুরে ঠান্ডা পানীয় কারখানার বাথরুম থেকে এক কর্মীর দেহ উদ্ধার

নরেন্দ্রপুরে ঠান্ডা পানীয় কারখানার বাথরুম থেকে এক কর্মীর দেহ উদ্ধার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,নরেন্দ্রপুর : এবার ইএম বাইপাসের ধারে নরেন্দ্রপুর থানা এলাকায় শুক্রবার একটি নামী সংস্থার ঠান্ডা পানীয় তৈরির কারখানার শৌচাগার থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কবীর হোসেন মোল্লা (৩০)। তিনি ওই কারখানারই কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।কবীরের পরিবার সূত্রে খবর,গত ২২শে অক্টোবর তাঁর সঙ্গে শেষ যোগাযোগ হয় বাড়ির লোকজনের। ওই দিন তিনি কারখানা থেকে বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন কারখানায় তাঁর খোঁজ করতে যান। তাঁরা জানতে পারেন, ২২ অক্টোবর কাজে ঢোকার সময়ে কবীর হাজিরা খাতায় সই করলেও কারখানা থেকে বেরনোর সময় খাতায় সই করেননি।

শুক্রবার কারখানার বাথরুমের মধ্যে থেকে কবীরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।আর ওই কর্মীর দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে কারখানার অন্য কর্মীদের মধ্যে। শুক্রবার সকাল থেকেই কারখানার মেন গেটের সামনে বিক্ষোভ দেখান কবীরের সহকর্মীরা এবং তাঁর পরিবারের সদস্যরা।

ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কবীরকে।পুলিশ এদিন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কারখানার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। কে বা কারা খুন করল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *