উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর: কালীপুজোর বিসর্জন শোভাযাত্রার আনন্দ মুহূর্তেই রক্তাক্ত সংঘর্ষে পরিণত হল সোনারপুরে। মাইক বাজানোকে কেন্দ্র করে বচসার জেরে খুন হলেন এক যুবক। মৃতের নাম সনাতন নস্কর, তিনি সোনারপুরের কুস্তিয়া সোনাটিকারি এলাকার বাসিন্দা।
বুধবার গভীর রাতে কালীপুজোর বিসর্জন শোভাযাত্রা চলাকালীন মাইক বাজানো নিয়ে ঝামেলা বাধে সনাতনের সঙ্গে স্থানীয় যুবক পিন্টু সাহার। শুরুতে কথা কাটাকাটি, পরে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র হাতে সনাতনের উপর চড়াও হয় পিন্টু। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সনাতন।
স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পিন্টু সাহাকে প্রথমে আটক এবং পরে গ্রেপ্তার করা হয়েছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।










