Home / খবর / শিল্প-বাণিজ্য / কোল ইন্ডিয়া ও মাদ্রাজ আইআইটি-র যৌথ উদ্যোগে স্থাপিত হচ্ছে ‘সেন্টার ফর সাসটেইনেবল এনার্জি’

কোল ইন্ডিয়া ও মাদ্রাজ আইআইটি-র যৌথ উদ্যোগে স্থাপিত হচ্ছে ‘সেন্টার ফর সাসটেইনেবল এনার্জি’

কোলফিল্ড টাইমস: যৌথভাবে “সেন্টার ফর সাসটেইনেবল এনার্জি” প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করল কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল) ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজ (আইআইটি মাদ্রাজ)।

বুধবার নয়াদিল্লিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন কোল ইন্ডিয়ার টেকনিক্যাল ডিরেক্টর অচ্যুত ঘটক ও আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি. কামাকোটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পিএম প্রসাদ-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

এই কেন্দ্রটি টেকসই জ্বালানি প্রযুক্তি নিয়ে গবেষণা ও দক্ষতা বৃদ্ধির এক আধুনিক কেন্দ্র হিসেবে কাজ করবে। কোল ইন্ডিয়ার আর্থিক সহায়তায় ও তাদের কৌশলগত বৈচিত্র্যকরণ পরিকল্পনার অংশ হিসেবে কেন্দ্রটি কয়লা খনি পুনঃব্যবহার, নিম্ন-কার্বন প্রযুক্তি উদ্ভাবন এবং ভারতের পরিষ্কার জ্বালানি ভবিষ্যতের জন্য কয়লাকে পুনর্মূল্যায়নের মতো ক্ষেত্রগুলিতে কাজ করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে দেশীয় গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে ভারতের “নেট-জিরো” লক্ষ্যমাত্রা (২০৭০ সালের মধ্যে) অর্জনের প্রচেষ্টা আরও জোরদার হবে।

অনুষ্ঠানে কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পিএম প্রসাদ বলেন, “কোল ইন্ডিয়া এখন শুধুমাত্র জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান নয়, পাশাপাশি ভারতের স্বচ্ছ জ্বালানি পরিবর্তনের অন্যতম চালক হিসেবে নিজেদের গড়ে তুলছে। আইআইটি মাদ্রাজের সঙ্গে এই চুক্তি কোল ইন্ডিয়ার টেকসই উন্নয়নের পথে ঐতিহাসিক পদক্ষেপ।”

আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি বলেন, “শিল্প ও শিক্ষাজগতের সহযোগিতাই ভারতের নিম্ন-কার্বন অর্থনীতির রূপান্তরে মূল চাবিকাঠি। কোল ইন্ডিয়ার সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমরা একসঙ্গে এমন প্রযুক্তিগত সমাধান তৈরি করতে চাই যা ভারতের টেকসই জ্বালানি ভবিষ্যতকে আরও মজবুত করবে।”

এই কেন্দ্রটি পিএইচ.ডি., পোস্ট-ডক্টরাল ও ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নেও বিশেষ ভূমিকা নেবে, যাতে নতুন প্রজন্মের গবেষক ও ইঞ্জিনিয়াররা ভারতের সবুজ জ্বালানি রূপান্তরের নেতৃত্ব দিতে পারেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *