কোলফিল্ড টাইমস: চাঞ্চল্যকর ঘটনা ঘটল কলকাতার এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকের ছদ্মবেশে ১৫ বছরের এক নাবালিকা রোগিণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার জন্য ওই দিন এসএসকেএম হাসপাতালের বহির্বিভাগে গিয়েছিল নাবালিকা। সেখানেই নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলে অভিযুক্ত। এরপর তাকে ভুলিয়ে ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। কিশোরী চিৎকার শুরু করতেই আশপাশের লোকজন ছুটে আসেন, এবং তখনই ঘটনাটি প্রকাশ্যে আসে।
বৃহস্পতিবার রাতেই ধাপা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ভবানীপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত ব্যক্তি অতীতে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেছিল। সেই সূত্রে এসএসকেএমে যাতায়াত ছিল তার।
পুলিশ ইতিমধ্যেই হাসপাতালের নিরাপত্তা ফুটেজ সংগ্রহ করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, অভিযুক্তের সঙ্গে হাসপাতালের কোনও কর্মীর যোগাযোগ ছিল কি না। ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল মহলে।










