উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : সোনারপুর থানা এলাকার হরিনাভিতে মদ্যপানের টাকা না পেয়ে আত্মঘাতী এক যুবক। মৃতের নাম রিন্টু ভট্টাচার্য,বয়স ৩২ বছর।
স্থানীয় সূত্রে জানা গেল, রাজপুর সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিন্টু দীর্ঘদিন ধরেই বেকার ছিলেন, কোনো কাজ করতেন না আর দিনের বেশিরভাগ সময় মদ্যপান ও নেশাগ্রস্ত অবস্থায় কাটাতেন। তিনি মায়ের সঙ্গেই থাকতেন এবং নিয়মিত মায়ের কাছ থেকে জোর করে টাকা আদায় করতেন মদ কেনার জন্য। টাকা না পেলে মাকে মারধরও করতেন বলেও অভিযোগ।
সোমবার সেই ঘটনা চরম পরিণতি দিকে যায়। ওই যুবকের মা মদ্যপানের জন্য টাকা দিতে অস্বীকার করায় রাগের মাথায় আত্মঘাতী হন ওই যুবক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়, সোনারপুর থানার পুলিশ। দ্রুত দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে। মৃতদেহ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে পুলিশ।