রূপনারায়ণপুর: দু’দিন ধরে নিখোঁজ থাকার পর এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল সালানপুর থানার এলাকায়। শনিবার সকালে কল্ল্যা গ্রাম পঞ্চায়েতের কাকুরকুন্দা গ্রামের পাশের জঙ্গল থেকে উদ্ধার হয় বছর পঁচিশের অলকা কিসকুর দেহ। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে মনে করলেও, পরিবারের দাবি— এটি পরিকল্পিত খুন।
পরিবারের অভিযোগ, অলকা অভিমান করে দু’দিন আগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। বহু খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পান, তাদের মেয়ের ঝুলন্ত দেহ একটি পলাশ গাছে ঝুলছে। খবর পেয়ে পরিবার ঘটনাস্থলে গিয়ে দেহটি সনাক্ত করে। তাঁদের দাবি, অলকার হাঁটু মাটিতে ঠেকানো অবস্থায় ছিল— যা দেখে তাঁদের সন্দেহ হয়েছে এটি আত্মহত্যা নয়, হত্যার পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর পুলিশ দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। রবিবার সকালে মৃতার পরিবার রূপনারায়ণপুর ফাঁড়িতে গিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানায়।
জিতপুর পঞ্চায়েতের উপপ্রধান সুজিত মোদক জানান, “এটি আত্মহত্যা না খুন, তা স্পষ্টভাবে জানার জন্য পরিবারকে সঙ্গে নিয়ে আমরা রূপনারায়ণপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছি। পুলিশ যেন ঘটনার সঠিক তদন্ত করে।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।