আসানসোল: দুই দিন নিখোঁজ থাকার পর ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক যুবতীর দেহ। শনিবার সকালে সালানপুর থানার কাকুরকুন্ডা গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। মৃতার নাম অলকা কিস্কু, বয়স প্রায় ২৫ বছর। তিনি সালানপুর থানার উত্তরামপুর জিতপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে অলকা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। শনিবার সকালে স্থানীয়রা জঙ্গলে ঝুলন্ত দেহ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
মৃতার এক আত্মীয় মনোজ কিস্কু জানিয়েছেন, “দেহটি আমার দিদি অলকার। দু’দিন ধরে ও নিখোঁজ ছিল।” পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।