কলকাতায় ফের ইডির অভিযান। শুক্রবার ভোর থেকে শহরজুড়ে তল্লাশিতে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে জোড়া জায়গায় চলছে ম্যারাথন অভিযান। ইডি সূত্রে খবর, নাগেরবাজারের ব্যবসায়ী ও নামী বেসরকারি স্কুল জিডি গোয়েঙ্কার কর্ণধার দীপক কুমার দে এবং দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতে একযোগে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস ও তাঁর অডিটর সঞ্জয় কুমার পোদ্দারের বাড়িতেও অভিযান চলছে।
ইডি সূত্রে দাবি, ২০২১ সালে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস-চেয়ারম্যান থাকাকালীন তাঁর ঘনিষ্ঠ সহায়ক ছিলেন নিতাই দত্ত। সেই সময় পুরসভার চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়। ওই সময়ের সম্পর্ক কাজে লাগিয়ে নিতাই দত্ত তাঁর স্ত্রী ও ভাইকে কামারহাটি পুরসভায় বেআইনিভাবে চাকরি পাইয়ে দেন বলে অভিযোগ। এর আগে তাঁর বাড়ি থেকে পুর নিয়োগ সংক্রান্ত সাত পাতার নথি উদ্ধার হয়েছিল বলেও দাবি তদন্তকারীদের।
এদিকে, অভিযানের পর প্রতিক্রিয়া দিয়েছেন মন্ত্রী সুজিত বসু। তাঁর কথায়, “প্রতিবার নির্বাচনের আগে ওরা একই কাজ করে। আমাদের পার্টির লোকদের টার্গেট করা হচ্ছে। আমার রেস্টুরেন্ট, অফিস, বাড়ি—সব জায়গায় আগেও তল্লাশি চালিয়েছে, কিছুই পায়নি। এবারও রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে।”
সূত্রের খবর, সিবিআই ইতিমধ্যেই রাজ্যের ১৮০০-র বেশি পুরসভায় দুর্নীতিগ্রস্ত নিয়োগের প্রমাণ পেয়েছে। সেই তালিকায় দক্ষিণ দমদম পুরসভার নামও রয়েছে। ইডি ও সিবিআই এখন পুর নিয়োগ কেলেঙ্কারির একাধিক দিক খতিয়ে দেখছে।