স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৩ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ সময় ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট।
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ সি পদে শূন্যপদ রয়েছে ২৯৮৯টি এবং গ্রুপ ডি পদে ৫৪৮৮টি। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ৪০০ টাকা, তফসিলি জাতি ও জনজাতির প্রার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা। আবেদনকারীর বয়স ৪০ বছরের বেশি হওয়া চলবে না।
লিখিত পরীক্ষার পর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত প্যানেল তৈরি হবে। এরপর প্রকাশিত হবে ওয়েটিং লিস্ট, যার মেয়াদ প্রথম কাউন্সেলিংয়ের পর এক বছর এবং প্রয়োজনে আরও ছ’মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে লিখেছেন, পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে গ্রুপ সি, গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে শিক্ষা দপ্তরের আরও এক ইতিবাচক পদক্ষেপ। আবেদনকারী সকল যুবক-যুবতীর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।
উল্লেখ্য, এর আগে ২৯ অগস্ট কমিশন জানিয়েছিল যে ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। তবে প্রযুক্তিগত কারণে তা পিছিয়ে নতুন করে তারিখ ঘোষণা করা হয়েছে।