কোলফিল্ড টাইমস: দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে চাঞ্চল্যকর ঘটনা। জেলা হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু চুরির চেষ্টার অভিযোগে দুই মহিলাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে বালুরঘাট জেলা হাসপাতাল তথা সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ঘটনাটি ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে দুই মহিলা মদ্যপ অবস্থায় প্রসূতি ওয়ার্ডে ঢোকেন। অভিযোগ, সেখান থেকে এক সদ্যোজাত শিশুকে কোলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। তবে কর্তব্যরত নার্স এবং নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে মহিলাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলাকে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মহিলা অসংলগ্ন কথাবার্তা বলছেন। তাদের পরিচয় এবং উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, তাদের সঙ্গে আরও একটি শিশু ছিল। সে শিশুটি কার, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পরেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে রোগীর আত্মীয়দের মধ্যে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে ঘটনার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
একজন রোগীর আত্মীয় বলেন, “প্রসূতি ওয়ার্ডে মদ্যপ অবস্থায় কেউ ঢুকতে পারল কী করে? নিরাপত্তা আরও কড়া হওয়া দরকার।”
পুলিশের প্রাথমিক অনুমান, দুই মহিলা মানসিকভাবে অসুস্থ বা নেশাগ্রস্ত ছিলেন। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য আছে কি না, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।