আসানসোল : অল ইন্ডিয়া পয়েন্টসমেন অ্যাসোসিয়েশনের (এআইপিএমএ) আসানসোল ডিভিশনের ( ইআর ) পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে বুধবার আসানসোল স্টেশনের বিক্ষোভ মিছিল করা হয়।
সংগঠনের সদস্যরা প্ল্যাটফর্মে ব্যানার ও পোস্টার হাতে স্লোগান দেয় বিভিন্ন দাবিতে। বিক্ষোভকারীরা বলেন, বারবার বলার পরেও আমাদের দাবি মেটানো হচ্ছে না এবং সমস্যার সমাধান করা হচ্ছে না।
সংগঠনের নেতৃত্ব বলেন, সেল অ্যালাউন্স ও লেভেল ৫.২৩ নিয়ম কার্যকর করা হচ্ছে না। যে কাজ করার দায়িত্ব চালক ও গার্ডের, সেই কাজ পয়েন্টসম্যানদের দিয়ে করানো হচ্ছে। এর পাশাপাশি তারা আরো বেশ কয়েকটি দাবির বিরোধিতা করেন। একই সঙ্গে তাঁরা এইস নিয়ে দ্রুত সিদ্ধান্তের জন্য রেলের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন।
এদিনের বিক্ষোভে সংগঠনের আসানসোল ডিভিশনের সভাপতি ভূপেন্দ্র কুমার, সহ-সভাপতি অরূপ কুমার, আকাশ প্রসাদ, কৃষ্ণ রাম, চন্দন কুমার, প্রমোদ পারিগ, বিকাশ কুমার এবং শিবা রাউত-সহ অন্যরা ছিলেন। বিক্ষোভ শেষে তাঁরা বলেন, এরপরেও আমাদের দাবি দ্রুত পূরণ ও সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও বৃহত্তর করা হবে।










