Home / খবর / বিশ্ব / কোয়ান্টাম মেকানিক্সে যুগান্তকারী অবদান, তিন বিজ্ঞানীকে নোবেল পদক

কোয়ান্টাম মেকানিক্সে যুগান্তকারী অবদান, তিন বিজ্ঞানীকে নোবেল পদক

কোয়ান্টাম মেকানিক্সে যুগান্তকারী আবিষ্কারের জন্য ২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী — জন ক্লার্ক, মিশেল দ্যভোরে এবং জন মার্টিনিস। মঙ্গলবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, “বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশনের আবিষ্কারের” জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার প্রদানকারী সংস্থা জানায়, এই বছরের পদার্থবিজ্ঞানে নোবেল আবিষ্কার নতুন প্রজন্মের কোয়ান্টাম প্রযুক্তি — যেমন কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার এবং কোয়ান্টাম সেন্সর — উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিয়েছে। তিনজনই বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন।

নোবেল পুরস্কারের অর্থমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার), যা একাধিক বিজয়ী থাকলে ভাগ করে দেওয়া হয়।

ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী ১৯০১ সাল থেকে প্রতি বছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। অর্থনীতির পুরস্কার পরে যুক্ত হয়।

আলফ্রেড নোবেল তাঁর ইচ্ছাপত্রে প্রথমেই পদার্থবিজ্ঞানের কথা উল্লেখ করেছিলেন, যা সেই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা ছিল। আজও পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

এর আগের নোবেলজয়ীদের মধ্যে রয়েছেন আলবার্ট আইনস্টাইন, পিয়ের ও মেরি কুরি, ম্যাক্স প্ল্যাঙ্ক ও নীলস বোর — যিনি কোয়ান্টাম তত্ত্বের অন্যতম পথিকৃৎ।

গত বছর মেশিন লার্নিং-এ যুগান্তকারী কাজের জন্য মার্কিন বিজ্ঞানী জন হপফিল্ড এবং ব্রিটিশ-কানাডীয় জিওফ্রে হিন্টন নোবেল পান, যা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

প্রথা অনুযায়ী, সপ্তাহের দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানের পুরস্কার ঘোষণা করা হয়। সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান দুই মার্কিন ও এক জাপানি বিজ্ঞানী। বুধবার ঘোষণা করা হবে রসায়নের নোবেল।

১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুদিনে, স্টকহোমে রাজা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। পরে সিটি হলে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ভোজসভা।

শান্তিতে নোবেল পুরস্কার শুক্রবার ঘোষণা করা হবে এবং তা আলাদা অনুষ্ঠানে ওসলোতে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *