কোলফিল্ড টাইমস: কয়েকদিনের টানা বৃষ্টির পর এখন খানিকটা স্বস্তির ইঙ্গিত। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এনেছিল যে নিম্নচাপ, সেটি বর্তমানে দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে অবস্থান করছে উত্তর-পূর্ব বিহারে। এর ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পেয়েছে, আর তাই আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্র এখন সম্পূর্ণ শান্ত থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতে আর কোনও নিষেধাজ্ঞা নেই। তবে মৌসুমি বায়ু এখনও সক্রিয়, ফলে রাজ্য থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেয়নি।
আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার ও বুধবার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি ধীরে ধীরে কমবে দক্ষিণবঙ্গে। রবিবারের পর বৃষ্টির তীব্রতা আরও হ্রাস পাবে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই ইঙ্গিত। মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে, বৃষ্টি ক্রমশ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।