Home / খবর / রাজ্য / পুজো কার্নিভালের রাতে বাড়তি মেট্রো, বিশেষ পরিষেবায় স্বস্তি যাত্রীদের

পুজো কার্নিভালের রাতে বাড়তি মেট্রো, বিশেষ পরিষেবায় স্বস্তি যাত্রীদের

আগামীকাল, রবিবার (৫ অক্টোবর) রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল। প্রতিমা নিরঞ্জনের আগে এই উৎসব দেখতে হাজির হবেন হাজার হাজার মানুষ। দর্শনার্থীদের বাড়ি ফেরার সুবিধার কথা ভেবেই বাড়তি মেট্রো পরিষেবার ব্যবস্থা করল মেট্রোরেল।

মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাতে নিয়মিত শেষ ট্রেনের পরও চলবে অতিরিক্ত ছ’টি মেট্রো। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত আপ ও ডাউন রুটে মিলবে পরিষেবা। রাতের শেষ মেট্রোর পর প্রতি ২০ মিনিট অন্তর ছাড়বে ট্রেন।

🔹 ব্লু লাইন (দক্ষিণেশ্বর–ব্রিজি):

  • ব্রিজি থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো: রাত ১০:০৩, ১০:২৩ ও ১০:৪৩
  • দক্ষিণেশ্বর থেকে ব্রিজিগামী মেট্রো: রাত ৯:৫৩, ১০:১৩ ও ১০:৩৩

🔹 গ্রিন লাইন (সেক্টর ফাইভ–হাওড়া ময়দান):

  • সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো: রাত ১০:২০, ১০:৪০ ও ১১:০০
  • হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভগামী মেট্রো: রাত ১০:২০, ১০:৪০ ও ১১:০০

কার্নিভাল উপলক্ষ্যে দুপুর ২টো থেকে শুরু হবে অনুষ্ঠান, আর দুপুর ১২টা থেকেই শহরের বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ চালু থাকবে। ফলে রেড রোডে বর্ণাঢ্য প্রতিমা শোভাযাত্রা দেখতে যাওয়া ও ফেরার জন্য মেট্রোই সবচেয়ে নির্ভরযোগ্য পরিবহন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *