কোলফিল্ড টাইমস: উৎসবের মরশুমে পাহাড়ে ফের শোকের ছায়া। শুক্রবার রাতে কালিম্পংয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পর্যটকে ভরা একটি যাত্রীবাহী গাড়ি ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়, মৃত্যু হয় চার জনের, আহত আরও তিন। মৃতরা সকলেই গ্যাংটকের থার্ড মাইল এলাকার বাসিন্দা— কমল সুব্বা (৪৪), নীতা গুরুং (৫৮), জানুকা দোর্জি (৩৫) ও সামিরা সুব্বা (২০)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দশাই উৎসব উপলক্ষে আত্মীয়দের বাড়িতে বেড়াতে এসেছিলেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ৮টা নাগাদ ১০ নম্বর জাতীয় সড়কে পাথরঝোরা থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি। মেল্লি কিরণি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির তীব্র আলোয় নিয়ন্ত্রণ হারায় চালক, আর মুহূর্তের মধ্যে খাদে গড়িয়ে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান চার জন।
পাহাড়ে চলমান প্রবল বর্ষণে বিপদ আরও বাড়ছে। নেপাল ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ধস ও হড়পা বানের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা, দার্জিলিং, কালিম্পং-সহ বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে।