Home / খবর / রাজ্য / রবিবার দুর্গাপুজো কার্নিভাল, জোর তোড়জোড় কলকাতার রেড রোডে

রবিবার দুর্গাপুজো কার্নিভাল, জোর তোড়জোড় কলকাতার রেড রোডে

ছবি: রাজীব বসু

আগামী রবিবার, ৫ অক্টোবর, কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও এই মহা-অনুষ্ঠানে শহরের বড় বড় পুজো কমিটিগুলি অংশ নেবে। রঙিন মণ্ডপ, দেবী প্রতিমা, ঢাক, নাচ, গানের মধ্য দিয়ে দর্শনার্থীরা উপভোগ করবেন উৎসবের শেষ পর্ব। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন, সঙ্গে থাকবেন বিদেশি অতিথিরাও।

ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। রেড রোড ও তার আশপাশের রাস্তাগুলিতে কড়া নিরাপত্তা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। কার্নিভাল শুরু হবে দুপুর ২টো থেকে, চলবে বিকেল পর্যন্ত। এদিন দুপুর ১২টা থেকে ৩টো পর্যন্ত কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে—

  • দুপুর ১২টা থেকে ৩টো পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন পথে কোনও পণ্যবাহী গাড়ি চলবে না।
  • এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন হয়ে রেড রোড পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে (প্রতিমা নিরঞ্জনের গাড়ি বাদে)।
  • হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে (শুধুমাত্র নিরঞ্জন ও সেতু ব্যবহারকারী গাড়ি বাদে)।
  • এজেসি বোস রোড ক্রসিং থেকে হাসপাতাল রোডের দিকে কোনও গাড়ি যেতে পারবে না, শুধুমাত্র নিরঞ্জন সম্পর্কিত গাড়ি ব্যতীত।
  • জেএল নেহরু রোড থেকে পশ্চিম দিকে মেয়ো রোড ধরে শুধুমাত্র অনুমোদিত (স্টিকারযুক্ত) গাড়ি চলাচল করতে পারবে।

এ ছাড়া দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে রেড রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, প্লাজি গেট রোড এবং এসপ্ল্যানেড র‍্যাম্পে।

কার্নিভালের দিন রেড রোড ও সংলগ্ন এলাকায় যানজট এড়াতে শহরবাসীদের বিকল্প রাস্তায় চলাচলের পরামর্শ দিয়েছে পুলিশ। একইসঙ্গে দর্শকদের অনুরোধ করা হয়েছে আগে থেকে সময় হাতে নিয়ে পৌঁছাতে এবং নিরাপত্তার স্বার্থে পুলিশের নির্দেশ মেনে চলতে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *